যশোর অফিস: যশোর সরকারি কলেজের পাশে কলেজ ছাত্রকে বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। সাফিন উদ্দিন ফাহিম নামে ওই কলেজ ছাত্র শহরতলী ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের পেছনে শরিফ উদ্দিনের ছেলে।
আহতের ফুফুল নাছিমা মুস্তাফিজ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে কলেজে সামনে যায়। এসময় দুই দুর্বৃত্ত তাকে ‘শর্ট ফিল্মে কাজ দেবে’ বলে যেকে নিয়ে কলেজের সামনে প্রধান সড়কের ওপর নিয়ে যায়। সেখানে তারা ফাহিমাকে ছুরি মেরে পালিয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, ফাহিমের অবস্থা আশংকামুক্ত।
যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ‘এরকম ঘটনা আমার জানা নেই। এখনই পুলিশ পাঠিয়ে খবর নিয়ে দেখছি।’