যশোরে সড়ক দুর্ঘটনায়  বৃদ্ধ নিহত

প্রকাশঃ ২০১৮-০২-০৮ - ২০:২৫

যশোর অফিস: যশোর সদর উপজেলার সামনে ট্রাকের ধাক্কায় মোছা. জবেদা বেগম (৭৬) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সুবিদ আলী মোল্যার স্ত্রী।

নিহতের বড় ছেলে রবিউল ইসলাম জানান, তার মা বৃহস্পতিবার সকালে একই এলাকার বাউলিয়া গ্রামের তার অসুস্থ ভাই মাওলানা ফয়েজ উল্লাহকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সদর উপজেলার মোড়ে পৌছুলে যশোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। বৃহস্পতিবার বিকালে হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক পথিক বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার এস আই আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।