এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ বৃহস্পতিবার বিকালে মজিদপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী হাসান আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল ও সাংগঠনিক সম্পাদক সদর ইউপির প্যানেল চেয়ারম্যান গৌতম রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, প্রজন্মলীগের জেলা সদস্য আশরাফুজ্জামান, কৃষকলীগের রবিউল ইসলাম খান রবি, পৌর কৃষকলীগের মুকুল হোসেন, আব্দুল গফুর, গোলাম ফারুক বাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, স্থানীয় আওয়ামী লীগনেতা জিয়াউর রহমান, আব্দুর রহিম, যুবলীগনেতা আমিনুর রহমান, মহিউদ্দিন বুলবুল, ছাত্রলীগের বিল্লাল হোসেন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি এস এম রুহুল আমিন আওয়ামী লীগের সদস্য ফরম বিতরণ উদ্বোধন করেন।