খুলনা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের দিন পুলিশের কাজে বাঁধাদানের অভিযোগে খুলনা নগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৬০-৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার খুলনা সদর থানার পরির্দশক (তদন্ত) সুজিত মিস্ত্রি এ মামলা দায়ের করেন বলে জানান ওসি এম এম মিজানুর রহমান।
মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান দীপু। মামলার এজাহারের আসামিদের মধ্যে ১১ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
মামলার নথি থেকে জানা যায়, বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মামলার রায় ঘোষণার আগে ও পরে নগরীর কেডি ঘোষ রোড়ে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া এবং ইট নিক্ষেপ করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
এদিকে পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মামলায় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নাম থাকলেও সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি’র নাম নেই।