তাপস কুমার বিশ্বাসঃ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম, মানুষের প্রতি দরদ ও ভালবাসার আদর্শ নিয়েই এগোতে হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন কাঠামো দাড় করিয়েছেন তা বিশ্বের বুকে রোল মডেল। দেশের এত উন্নয়নের পরও আমরা যদি ভোট না পাই তবে বুঝতে হবে আমাদের আচারণ ও ব্যবহার খারাপ। মনে রাখতে হবে আমাদের আদর্শ বঙ্গবন্ধু এবং নেতা শেখ হাসিনা। দেশের অর্ধেক নারী ভোটার রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে নারী ভোটারদের কাছে সকলকে পৌছে যেতে হবে। শনিবার বিকালে ফুলতলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ যুব মহিলা লীগ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ্যাড. আকতারুন্নেছা তিতাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আফসানা হাসান ডেইজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, জেলা সহসভাপতি বিএমএ সালাম, মোঃ আসলাম খান, সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, শেখ রওশন আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা রাফিয়া আক্তার, চম্পা বেগম, জেলা আহবায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়া, যুগ্ন আহবায়ক শারমিন সুলতানা সীমা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, আনছার বিশ্বাস, শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, রবিন বসু, আশরাফুল আলম মোড়ল, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ। পরে এ্যাড. আকতারুন্নেছা তিতাসকে সভাপতি এবং সুমাইয়া আক্তারকে সাধারণ সম্পাদক করে যুব মহিলা লীগ উপজেলা শাখা কমিটি গঠিত হয়।