ঝালকাঠি প্রতিনিধি: ৩২ ধারা বাতিল ও পেশাদার সাংবাদিকদের তালিকা প্রননয়ন সহ ১৪ দফা দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরবরে স্মারকলিপি প্রদান করা হয়। মফস্বল সাংবাদিক ফোরাম ঝালকাঠি জেলা শাখার সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সহসভাপতি শফিউল আজম টুটুল, নির্বাহী সদস্য ও পজিটিভ নিউজের সম্পাদক আমিনুল ইসলাম লিটন তালুকদার, ঝালকাঠি বারের আইনজীবী এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, অনলাইন নিউজ দাবানলের সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক গাজী গিয়াসউদ্দিন বশির, ও বিএমএসএফের ক্রীড়া সম্পাদক বাবুল মিনা প্রমুখ। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন দৈনিক অজানা বার্তা সম্পাদক এসএম রহমান কাজল ও দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ।