পাইকগাছায় হামলা ও মারপিটে মহিলা সহ আহত ৫ : গ্রেপ্তার ১

প্রকাশঃ ২০১৮-০২-১১ - ১৯:৪৯

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মৎস্য লীজ ঘের জবর-দখল চেষ্টা, হামলা ও মারপিটে মহিলা সহ ৫ জন আহত। জখমীদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের, একজন গ্রেপ্তার। ঘটনাটি খড়িয়া ঢেমশাখালী মৌজায় রবিবার সকালে। অভিযোগে জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া লেবুবুনিয়ার চক গ্রামের মৃত বিনোদ বিহারী ঢালীর পুত্র উত্তম কুমার ঢালী ঢেমশাখালী মৌজায় ১/৯৮২ সহ ৩টি খতিয়ানে পৈত্রিক ও ডিডকৃত ২০ বিঘা সম্পত্তিতে দীর্ঘ ২০/২৫ বছর ধরে ধান ও মাছ চাষ করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রহলাদ মন্ডলের পুত্র দেবপ্রসাদ ও রামপ্রসাদ মন্ডল দীর্ঘদিন ধরে উক্ত মৎস্য লীজ ঘের জবর দখল করার হুমকি দিয়ে আসছিল। এরই সূত্র ধরে রবিবার ভোরে প্রহলাদ গংরা বহিরাগত দুর্বৃত্তদের নিয়ে দখলে থাকা চিংড়ি ঘেরে বাঁধ-বন্দি করার চেষ্টা করলে ঘের মালিক উত্তম টের পেয়ে বাঁধা দেয়ার চেষ্টা করে। এ সময় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঠেকাতে আসলে দুর্বৃত্তদের হাতে মা-বোন সহ উত্তম রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। উত্তম অভিযোগ করেছেন, ইতোপূর্বে প্রতিপক্ষরা থানায় অভিযোগ করলে পুলিশ বসাবসির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য্য করলেও তারা পুলিশের নির্দেশনা উপেক্ষা করে জবর-দখলের চেষ্টা ও হামলা-মারপিট চালিয়েছেন এবং হাসপাতালে আনার পথে প্রতিপক্ষরা বাঁধা সৃষ্টি করে। এ ঘটনায় থানায় আহত উত্তম বাদী হয়ে দেবপ্রসাদ সহ ৬জন এবং অজ্ঞাত ২০/২৫ জনের নামে মামলা করেছে, যার নং- ২৫। পুলিশ অভিযান চালিয়ে দেবপ্রসাদ মন্ডলকে গ্রেপ্তার করেছে। এদিকে একই ঘটনায় প্রতিপক্ষ দেবপ্রসাদ মন্ডল গংরা আহত উত্তম গংদের বিরুদ্ধে থানায় পাল্টা একটি অভিযোগ করেছেন বলে জানা গেছে।