যশোরে ২০ দলীয় ঐক্য জোটের ২৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ২০১৮-০২-১১ - ২১:০৬

যশোর: রোববার সকালে যশোর খুলনা মহা সড়কের বেলতলা নামকস্থানে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে সমাবেত হয়ে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি ঘটানোর অভিযোগে পুলিশ ৪ বিএনপি নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে। এ সময় ৮টি বোমা,বিস্ফোরিত বোমার ৩ টুকরো অংশ বিশেষ,৬ টুকরো লাল কসটেপ, ১৮টি লোহার জালের কাঠি,১১টি কাঁচের মার্বেল,১টি পুড়া টায়ারের অংশ বিশেষ ও ২টি বাজার করার ব্যাগ উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,সদর উপজেলার সদুল্লাহপুর গ্রামের মৃত শহিদুল ইসলাম ওরফে বাবু’র ছেলে ফিরোজ খান,রাজাপুরের মৃত খলিলুর রহমানের ছেলে হাসান আলী,কেফায়েতনগর গ্রামের মৃত আহম্মদ বিশ্বাসের ছেলে ওহাব বিশ্বাস ও গাইদগাছি গ্রামের মৃত কালু বিশ্বাসের ছেলে ফজলুর রহমান বিশ্বাস ওরফে ফজলু। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামীরা হচ্ছে, কেফায়েতনগর গ্রামের মৃত মুনসুর আলী খানের ছেলে এ্যাডভোকেট নুরুজ্জামান খান,মৃত হাকিম গাজীর ছেলে কাজী আব্দুল আজিজ, কাজী আব্দুল আজিজের ছেলে কাজী তৌফিক এলাহী ওরফে টনি,সনি,মৃত হবিবার ডাক্তারের ছেলে রফিকুল ইসলাম,মৃত তক্কেল মিস্ত্রীর ছেলে মশিয়ার রহমান,মৃত আক্কাস মোড়লের ছেলে অহেদ মোড়ল,মৃত আব্দুল মজিদ মোল্যার ছেলে আইয়ূব হোসেন ওরফে দুলাই, বসুন্দিয়া গ্রামের মৃত হাকিম মোল্যার ছেলে নুর ইসলাম মোল্যা ওরফে নুরো মোল্যা,মৃত শরকত আলী বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম,মৃত শামসুর রহমানের ছেলে জামাল বিশ্বাস, ম ৃত নওশের গাজীর ছেলে বাচ্চু গাজী,বাচ্চু গাজীর ছেলে মহিদুল ইসলাম,আইয়ূব আলী ড্রাইভারের ছেলে বুলু,ইউসুফ আলী বিশ্বাসের ছেলে ইমরান, সদুল্যাপুর গ্রামের আজিজার মাষ্টারের ছেলে আলিম,মৃত নওশের সরদারের ছেলে হানিফ,জগন্নাথপুর গ্রামের মৃত আতিয়ার মোল্যার ছেলে আলাই মোল্যা, মালেক মোল্যার ছেলে সেলিম বিশ্বাস,জয়ন্তা গ্রামের মৃত আলী আকবরের ছেলে নেকাম উদ্দিন, মৃত শুকুর বিশ্বাসের ছেলে জহুরুল ইসলাম,সুতিঘাটা গ্রামের মোকিম সিকদারের ছেলে কুদ্দুস,মৃত বিলাত আলীর ছেলে মুসা ও মঠবাড়ি গ্রামের মৃত আফসারের ছেলে সাইফুল ইসলামসহ অজ্ঞাতনামা ২০/২৫জন।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এএসআই ওবায়েদুর রহমান রোববার ১১ ফেব্রুয়ারী কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, সকাল সোয়া ৭ টায় গোপন সূত্রে জানতে পারেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা একত্রিত নাশকতা মূলক কর্মকান্ড করার জন্য অতি উৎসাহী নেতাকর্মী ও সমর্থকগণ আইন শংখৃলা বাহিনীর সদস্যদের উপর হামলা বোমা বাজিসহ দোকানপাটও পেট্টোল পাম্পে ভাংচুর ও অগ্নিসংযোগ এবং বৈদ্যুতিক স্থাপনাসহ সরকারী বেসরকারী গরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে আইন শৃংখলার অবনিত ঘটানোসহ  যানবাহন চলাচল বন্ধ,রেলওয়ে বগিতে অগ্নি সংযোগ,লাইন উপড়ে ফেলার কার্যকলাপ ও পদক্ষেপ গ্রহন করাসহ মিছিল করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সকাল সাড়ে ৭ টায় যশোর খুলনা মহাসড়কের গাইদগাছী বেলতলা নামকস্থানে রফিকুল ইসলামের দোকানের সামনে পৌছালে উক্ত আসামীরা পুলিশকে লক্ষ্য করে ২/৩টি বোমা নিক্ষেপ করে। পুলিশ মিছিলে সমাবেত হওয়ার অভিযোগে উল্লেখিত আসামীদের গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়। এ সময় গ্রেফতার ও পলাতক আসামীদের ফেলে যাওয়া উল্লেখিত বোমা ও বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে। এ ব্যাপারে বিস্ফোরক ও নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।