দাকোপ প্রতিনিধি : “পান করলে নিরাপদ পানি হয়না কোন জীবনহানি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপের নলিয়ানে নানা আয়োজনে শুরু হয়েছে (১১-১২ ফেব্রুয়ারী) ২দিনব্যপী ওয়াশ মেলা।
ইউএইসএআইডি -এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা প্রকল্প” প্রকল্পের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও সুতারখালী ইউনিয়ন ওয়ার্টসানের যৌথ সহযোগীতায় ওয়াশ মেলার উদ্বোধন হয়েছে। রবিবার সকাল ১০টায় নলিয়ান চেয়ারম্যান মোড় চত্বরে মেলার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ওয়ার্টসান কমিটি ও আ’লীগ সভাপতি মাসুম আলী ফকির। ওয়াশ অর্গানাইজার দেবরঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, ইউপি সদস্য খাদিজা আকতার, ওয়াশ অফিসার পার্থ প্রতিম দাস, ইউপি সদস্য মিহির মন্ডল, গুনারী দাখিল মাদরাসার সহ সুপার মিজানুর রহমান ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রশান্ত মন্ডল। উপস্থিত ছিলেন এমসিএইচএন অফিসার নাজমিন নাহার, ওয়াশ অর্গানাইজার প্রকৌশলী আবু ফেরদৌস চৌধুরী, ওয়াশ অর্গানাইজার রাজিবুল হাসান, মুসলিমা আরপিন লীমা, ইউপি সদস্য মোন্তাজ আলী সানা, আইয়ুব আলী ঢালী, আজাদ সানা, শেখ মহাসিন, গাজী আবু মুছা, ভবতোষ মন্ডল, নিমাই রায়, নারগিস বেগম, সুলতা মন্ডল প্রমুখ। মেলা প্রাঙ্গনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পটগান পরিবেশন করা হয়। মেলায় শিক্ষক, এনজিওকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় নিরাপদ পানি, স্যানিটেশন, পয়ঃনিষ্কাশন, আদর্শ বাড়ী, গর্ভকালীন মায়েদের পুষ্টিকর খাবারসহ বিভিন্ন সচেতনতামুলক ষ্টল দেখা গেছে।