দাকোপ প্রতিনিধিঃ নলিয়ান এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম সন্দিগ্ধ আসামী শাকিল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা দাকোপ থানার এস আই মোকতার হোসেন রবিবার রাতে কালাবগী গেট এলাকায় অভিযান চালিয়ে ধারাবাহিক চুরির ঘটনায় সন্দিগ্ধ আসামী ছলেমান শেখের পুত্র শাকিলকে গ্রেফতার করেছে। গত ১লা ফেব্রুয়ারী দিবাগত রাতে উপজেলার দক্ষিন নলিয়ান গ্রামের মফেজ সানার মুদি দোকানে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়। চোরেরা ঝাপদরজার টিন কেটে হাত ঢুকিয়ে শিকল খুলে ভিতরে প্রবেশ করে একটি ল্যাবটব মনিটর, এ্যামপ্লে, ২ কার্টুন সিগারেট, ১ হাজার টাকার মোবাইল কার্ড, ৬ পিচ স্প্রীড, নগত ২ হাজার টাকাসহ আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মফেজ সানা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে দাকোপ থানায় চুরির মামলা দায়ের করে। যা দাকোপ থানার মামলা নং ০৬ । এ ব্যাপারে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মোকতার হোসেন বলেন মামলার তথ্য উদঘাটনে আজ মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদনসহ আসামীকে আদালতে পাঠানো হবে। গত কিছুদিন আগে মেকার বাবুলের দোকান থেকে আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল চুরি হয়। এ ছাড়া কালাবগী গেট বাজার থেকে আসলাম শেখের দোকান, শফিকুল খানের দোকান, বৃহস্পতিবাজারের একাধীক দোকানে অনুরুপ চুরি সংগঠিত হয়। ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর ধারনা কালাবগী গেটপাড়া এবং দক্ষিন নলিয়ানের সংঘবদ্ধ উঠতি বয়সি যুবকেরা এ কাজের সাথে জড়িত। সন্দেহভাজনদের ধরে জিজ্ঞাসাবাদ করলে চুরির তথ্য বেরিয়ে আসবে বলে ক্ষতিগ্রস্থরা মনে করে।