দাকোপ প্রতিনিধিঃ দাকোপের সুতারখালী ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে এইচবিবি প্রকল্পের আওতায় দেড় কিলোমিটার ডবল সোলিং রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন হয়েছে। দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন।
সোমবার বেলা ১১ টায় কালাবগী সালেহা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, পানখালী ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুল কাদের, খুলনা জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের উপজেলা ম্যানেজার মাহাবুবুর রহমান। বক্তৃতা করেন ইউপি সদস্য সিরাজ মল্লিক, আইয়ুব আলী ঢালী, মহসিন শেখ, আজাদুর রহমান, ভবতোষ মন্ডল, নিমাই মন্ডল, মিহির মন্ডল, খাদিজা আকতার, নারগিছ বেগম, সুলতা মন্ডল, সাংবাদিক গাজী আবুল বাশার, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে ৫৬ লক্ষ টাকা ব্যয়ে কালাবগী ৭ নং ওয়ার্ডে দোওয়ানীর গেট টু নলিয়ান ফকির বাড়ী মোড় সড়কের ডবল সোলিং কাজের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়। পরবর্তীতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ নলিয়ান ফকিরবাড়ী মোড়ে নবযাত্রা প্রকল্পের দুইদিন ব্যাপী ওয়াশমেলার সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন।