ফুলবাড়ীগেট(খুলনা): শিরোমণি শিল্পাঞ্চালের বন্ধকৃত ব্যাক্তিমালিকানা জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তাদের সকল বকেয়া পরিশোধ, উৎপাদন প্রক্রিয়া চালুর দাবীতে সোমবার বিকাল ৪টায় মিলের সিবিএ-ননসিবিএর সমন্বয়ে দাবী আদায় কমিটির উদ্যোগে পুর্বঘোষিত কর্মসুচির অংশহিসাবে শ্রমিক পরিবারের সদস্যরা থালা-বাটি হাতে নিয়ে ভুখা মিছিল বের করে। শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ভুখা মিছিলটি শুরু করে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তি সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিকদের বকেয়া ঈদ উৎসব ভাতা, মিলের বন্ধ তারিখ থেকে অদ্যবদি সকল বকেয়া মুজুরী পরিশোধ, কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া বেতন পরিশোধ, শ্রমিকদের ঈদের অতিরিক্ত নিয়ম বহিরভ’ত বন্ধের মুজুরী, শ্রমিকদের মুজুরী কমিশনের এরিয়া, বকেয়া ইনক্রিমেন্টের এরিয়া সহ চলতি ইনক্রিমেন্টের মজুরী এককালিন পরিশোধ করে না দেওয়া হলে রাজপথে আন্দোলনের পাশাপাশি শ্রম আইন লঙ্গন করে সম্পুন্ন বেআইনি ভাবে মিলটি বিনা নোটিশে বন্ধ করায় এবং শ্রমিকদের বকেয়া পরিশোধ না করার দায়ে মালিক পক্ষের বিরুদ্ধে মামলার মাধ্যমে আইনি ভাবে মোকাবেলা করার হুমকি প্রদান করেন। দাবী আদায় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় মিছিল পরবর্তি সমাবেশে বক্তৃতা করেন ইষ্টার্ণ জুট মিলের মজদুর ইউনিয়নের সভাপতি মোঃ আলাউদ্দিন, সিবিএ সাবেক নেতা শেখ রবিউল ইসলাম, ওয়াকার্স পার্টির খালিশপুর থানা নেতা এস এম চন্দন, খানজাহান আলী থানা সম্পাদক আব্দুস সাত্তার মোল্যা, শেখ আব্দুস সালাম, মোঃ শহিদুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, আসাদুজ্জামান, মোঃ নুর ইসলাম, শেখ হাবিবুর রহমান. খ.ম লিয়াকত আলী, খান হাফিজুর রহমান, সরদার মুজিবর রহমান, মিজানুর রহমান, আবুল হাশেম প্রমুখ। পুর্বঘোষিত কর্মসুচির মধ্যে ২৩ ফেব্রঃ সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিরোমনি শহীদ মিনার চত্বরে গণঅনশন কর্মসুচি পালন করা হবে।