পাইকগাছা, খুলনা : পাইকগাছায় পাউবো’র ১০/১২ নং পোল্ডারে চক বগুড়া মৌজায় এল,এ ২৫৮/৬৯-৭০ কেসের ৬ একর জলাশয়টি ডিসিআর প্রাপ্ত অসহায় সুফলভোগীদের উচ্ছেদ করার জন্য এস.ও শহিদুল্লাহ মজুমদারের নেতৃত্বে ভূমিদস্যুরা বাঁধ-বন্ধি করে দখল করার চেষ্টা করছে। অসহায় সুফলভোগীরা পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পাইকগাছা উপজেলার ১০/১২ নং পোল্ডারে চক বগুড়া মৌজায় এল,এ ২৫৮/৬৯-৭০ কেসের মাধ্যমে ১৭.২২ একর জমি একোয়ার করেন। এর মধ্যে ৬ একর জমি জলাশয় থাকায় এলাকার অসহায় গরীব মানুষের মধ্যে সুফলভোগী দল গঠণ করে (এফসিডিআই) প্রকল্পের মাধ্যমে ২২ জনের মধ্যে দলপতির নামে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিসিআর প্রদান করেন। এলাকার গরীব, অসহায় মানুষ বাঁধ-বন্ধি দিয়ে সেই থেকে মৎস্য চাষ করে ভোগ দখল করে আসছে। ২০১৩ সালের পর ডিসিআর নবায়ন না হওয়ায় ভূমিদস্যু ত্রিনাথ বাছাড়, মৃগাঙ্গ বাছাড়, বিজন মন্ডল, রুস্তম জমাদ্দার, ফনি ভূষন, আবুল হোসেন, মতলেব, মফেজ উদ্দীন ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে পাউবো’ পাইকগাছার গড়ইখালীর পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ মজুমদারকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে দখল চেষ্টা করে। এ সময় এফসিডিআই প্রকল্পের সুফলভোগী, অসহায় গরীব মানুষ খোকন মন্ডলের নেতৃত্বে লিখিতভাবে পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আলহাজ¦ এ্যাডঃ নুরুল হকের হস্তক্ষেপ কামনা করলে এমপি শেখ মোঃ নুরুল হক, পাউবো নির্বাহী প্রকৌশলী, খুলনা পওর বিভাগ-২ কে তদন্ত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। নির্বাহী প্রকৌশলী তদন্ত করে সুফলভোগীদের পরবর্তী ডিসিআর অনুমোদন না হওয়া পর্যন্ত ভোগ দখলে থাকা মৌখিক নির্দেশ দেন। কিন্তু ইতোমধ্যে নির্বাহী প্রকৌশলী খুলনা পওর বিভাগ-২ বদলী হয়ে অন্যত্র চলে যাওয়ার সুযোগে পাউবো’র পাইকগাছার গড়ইখালী পওর শাখার কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ মজুমদার মোটা অংকের টাকা নিয়ে ভূমিদস্যু ত্রিনাথ বাছাড় গংদের সাথে নিয়ে নিজে দাড়িয়ে থেকে সুফলভোগীদের উচ্ছেদ করার জন্য রবিবার জলাশয়টিতে যেয়ে বাঁধ-বন্ধি করতে থাকে। এ সময় সুফলভোগী গরীব মানুষরা বাঁধা দিলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয় ভূমিদস্যু ত্রিনাথ বাছাড় গংরা। এ ব্যাপারে এসও মোঃ শহিদুল্লাহ মজুমদার বিষয়টি এড়িয়ে যেয়ে বলেন, জলাশয়ের ব্যাপারটি আমার না। এটি পাউবো’র রাজস্ব বিভাগের। আপনারা তাদের সাথে যোগাযোগ করুন। পাউবো’র পাইকগাছা পওর শাখার উপ-বিভাগী প্রকৌশলী মোঃ সালাহউদ্দীন জানান, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। বিষয়টি শুনেছি। দায়িত্বরত শহিদুল্লাহ মজুমদারকে বুধবারের মধ্যে ব্যবস্থা নিতে বলেছি। যদি সে কোন ব্যবস্থা না নেয়, আমি ঢাকা থেকে এসে বৃহস্পতিবার অথবা শুক্রবার নির্বাহী প্রকৌশলী, খুলনা পওর-বিভাগ-২ কে নিয়ে তাদেরকে উচ্ছেদ করে দেয়া হবে বলে ব্যক্ত করেন।