যশোর: যশোর কোতয়ালি মডেল থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদক বিক্রেতার অভিযোগে তিনজনকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার আব্দুলপুর দক্ষিণ পাড়ার মৃত ওহাব আলীর ছেলে আশরাফুল,শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পূর্ব পাশের ইনসান আলী ওরফে খোড়া ইনসানের ছেলে ইসরাফিল ও ষষ্টিতলা এলাকার মৃত বাচ্চু ড্রাইভারের ছেলে সাগর হোসেন ওরফে ছোট বাবু।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক আবুল হোসেনের নির্দেশে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের ক সার্কেলের উপ-পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে একটি টিম সোমবার বেলা পৌনে ১২ টায় শহরের ষষ্টিতলা পাড়া মুজিব সড়কস্থ সাগর হোসেন ওরফে ছোট বাবুর বাড়ি ঘেরাও করে। মাদকদ্রব্য বিভাগের উপস্থিতি টের পেয়ে ছোট বাবু পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ৬০পিস ইয়াবা উদ্ধার করে। অপর দিকে,কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার রাত ১১ টার পর শহরের মনিহার মোড়স্থ সিনেমা হলের সামনে থেকে ইসরাফিল নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২০পিস লালচে রংয়ের ইয়াবা উদ্ধার করে। এছাড়া,কোতয়ালি মডেল থানার এএসআই মোল্লা শফিকুজ্জামান বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, রোববার রাত সাড়ে ১০ টায় সদর উপজেলার চাউলিয়া পূর্ব পাড়ার কস্তোরির ঈদগাহের পাশে শওকতের রাইচ মিলের একটি কক্ষে অভিযান চালিয়ে আশরাফুল নামে এক যুবককে গ্রেফতার করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখায়। এব্যাপারে মাদক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।