বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্প স্তাবক অর্পন, মোমবাতি প্রজ্জলন ও শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, বিভিন্ন প্রেস ক্লাবে সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠন। খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের নেতৃত্বে প্রথমে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্তার আফজাল হোসেনের নেতৃত্বে বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান ও ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী এর নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধূরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে থানা প্রশাসন, উপজেলা আ’লীগের সভাপতি আশরাফুল আলম খান ও সাধারন সম্পাদক দীলিপ হালদারের নেতৃত্বে উপজেলা আ’লীগ, বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি আব্দুল হামিদ শেখের নেতৃত্বে বটিয়াঘাটা প্রেস ক্লাব, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদারের নেতৃত্বে উপজেলা প্রেসক্লাব, উপজেলা জাতীয় পার্টির পক্ষে সাধারন সম্পাদক এ্যাড. প্রশান্ত বিশ্বাস ও যুব-সংহতির সভাপতি অসীম মল্লিকের নেতৃত্বে জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনার বেদীতে পুষ্প স্তাবক অর্পন করেন। আজ বুধবার সকালে প্রভাত ফেরীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া, মন্দির ও গীর্জায় প্রার্থনা করা হয়।