ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে । আজ মঙ্গলবার দিবাগত গভীর রাতে পুলিশ কাটাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বাবলা সরকার (৪৫) কে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাসিম হাবিব বলেন তার নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই এসরাকুল এ এস আই রানা সহ সংগীয় ফোর্স পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে মো. বাবলা সরকার নামে এক ব্যাক্তিকে আটক করে। এ সময় আটক ব্যাক্তির কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক বাবলা ফুলবাড়ী পৌর এলাকার মৃত: কফিল সরকারের পুত্র। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-(২) তারিখ ০২/০৮/২০১৭ইং।