কেশবপুরে ইংরেজী উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রকাশঃ ২০১৮-০২-২৪ - ০০:০০

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরের সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ-এর আয়োজনে ও রোটারি ক্লাব অব হুইলাস হিলের অর্থায়নে ইংরেজী উচ্চারণ বিষয়ক ২দির প্রশিক্ষণ শুক্রবার সকালে শুরু হয়েছে। সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রউফ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন রোটারি ক্লাবের ট্রেইনার আমীন রহমান ও কুড়িগ্রামের রফিকুল ইসলাম। ভাব বাংলাদেশ-এর কর্মএলাকার ৬টি স্কুলের ৩৫ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছেন।