দাকোপের ধারবাহিক চুরির ঘটনাস্থল পরিদর্শনে সহকারী পুলিশ সুপার

প্রকাশঃ ২০১৮-০২-২৫ - ১৯:৪৮

দাকোপ প্রতিনিধি : দাকোপের নলিয়ান এলাকায় আলোচীত ধারবাহিক চুরির ঘটনাস্থল পরিদর্শন করলেন সহকারী পুলিশ সুপার। উপস্থিত এলাকাবাসী দূর্ধর্ষ সংঘবদ্ধ এই চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন। এ ঘটনায় গ্রেফতার শাকিল বয়স প্রমানে আদালতে প্রতারনার আশ্রয় নিয়ে জামিন পেয়ে স্বাক্ষীদের হুমকির মুখে রেখেছেন এমন অভিযোগ ভুক্তভোগীদের।
গত কয়েক মাসে উপজেলার নলিয়ান কালাবগী এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক চুরি সংগঠিত হয়। সর্বশেষ গত পহেলা ফেব্রুয়ারী রাতে দক্ষিন নলিয়ান মফেজ সানার দোকানের ঝাপ দরজা কেটে নগত টাকা টিভি মনিটরসহ প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নলিয়ানের বাবুলের দোকান, কালাবগী গেট বাজারের আসলাম শেখের দোকানে পর পর ৩ বার, শফিকুল খানের দোকানে ২ বার, বৃহস্পতিবাজারে মান্নান গাজীর দোকানে একই চক্র অনুরুপ চুরির ঘটনা ঘটায়। সর্বশেষ ঘটনায় মফেজ সানা বাদী হয়ে গত ৮ ফেব্রুয়ারী দাকোপ থানায় একটি মামলা দায়ের করে। যা দাকোপ থানার মামলা নং ০২। এ ছাড়া ব্যবসায়ী বাবুল, আসলাম ও শফিকুল খান বাদী হয়ে সন্দেহভাজন আসামীদের নামে পৃথক পৃথক ভাবে দাকোপ থানায় লিখিত অভিযোগ দাখিল করে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোকতার হোসেন প্রাপ্ত তথ্য প্রমানের ভিত্তিতে ঘটনার মুল হোতা কালাবগী গ্রামের ছলেমান শেখের পুত্র শাকিল শেখকে গ্রেফতার করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে আসামীপক্ষ আদালতে প্রতারনার আশ্রয় নিয়ে শাকিলের বয়স ১৬ বছর দেখিয়ে জাল সনদপত্র প্রদর্শন করে জামিন লাভ করে। আলোচীত এই চোর চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে উপজেলার আইনশৃংক্ষলার সভায় উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার পুলিশকে কঠোর হতে নির্দেশ দেন। রবিবার সকালে দাকোপ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা মামলার তদন্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের নিয়ে সরেজমিন নলিয়ানের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় এলাকাবাসী সংঘবদ্ধ ওই চক্রের নাম প্রকাশ করে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানায়। জামিন প্রাপ্ত হয়ে শাকিল ও তার পরিবার অভিযোগকারী এবং স্বাক্ষীদের বিভিন্ন প্রকার হুমকি অব্যহত রেখেছে বলে ভুক্তভোগীরা সহকারী পুলিশ সুপারের নিকট জানায়। এরপর পুলিশ কর্মকর্তারা তথ্য সংগ্রহে সুতারখালী ইউনিয়ন পরিষদে গিয়ে জানতে পারে পরিষদের ৯ নং বইয়ের ১৩৯ নং পৃষ্ঠায় ০২৪৭৩৭ নং ক্রমিকে শাকিল শেখের জন্ম তারিখ ০৯/১২/১৯৯৮ অনুসারে ২০ বছর। পরিষদ সচিব জানায় ম্যানেজ প্রক্রিয়ায় ওই তারিখ পরিবর্তনের সব রকম প্রচেষ্টা চালায় শাকিলের পরিবার। উল্লেখ্য ওই চক্রের ১ সদস্য ২ দিন আগে পাইকগাছার গড়ইখালি বাজারে চুরি করে ধরা পড়ে শালিসের মাধ্যমে জরিমানা দিয়ে মুক্তি পায় বলে জানা গেছে। জানা যায় চুরির অধিকাংশ মালামাল গড়ইখালী এলাকায় সেখানকার সিন্ডিকেটের সহায়তায় বিক্রি হয়।