যশোর: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম. আব্দুল্লাহ সহ বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এই অভিনন্দন জ্ঞাপন করেন।
বিবৃতি দ্বাতারা হলেন জেইউজের সভাপতি নূর ইসলাম, সহ-সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক এম. আইউব, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ মোঃ আকরামুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও নির্বাহী সদস্য অনুব্রত সাহা মিঠুন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সারাদেশে সাংবাদিকদের আগামী দিনের রুটি রুজির আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার, মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনা, সাংবাদিকদের জীবন যাত্রার মান উন্নয়ন, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়াসহ অধিকার আদায়ের সব ধরনের লড়াই সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবেন বিএফইউজের নবনির্বাচিত কমিটি।