যশোর: শিল্পী ঐক্যজোটের যশোর জেলা শাখার আহবায়ক কমিটির পরিচিতি ও মানবতা কল্যাণে শিল্পী ঐক্যজোটের করণীয় শীর্ষক আলোচনা সভা আজ মঙ্গলবার বিকাল ৪টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঐক্যজোটের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক শিহাব রিফাত আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী ঐক্যজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাট্য নির্মাতা জি,এম সৈকত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেতা সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র ও টিভি অভিনেতা আফজাল শরীফসহ চলচ্চিত্র ও টিভি অভিনেতাবৃন্দ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন শিল্পী ঐক্যজোটের যশোর জেলা শাখার আহবায়ক স্বপন দাস ও সদস্য সচিব চঞ্চল কুমার সরকার।