ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকালে ফুলতলার চৌদ্দ মাইল এলাকা থেকে সেনাবাহিনীতে ভুয়া ২ নিয়োগদাতা প্রতারককে আটক ও তাদের কাছে থেকে নিয়োগ ফরম, প্রশ্নপত্র ও কর্মকর্তাদের ৬টি সিল উদ্ধার করে। এরা হলো- পিরোজপুর মঠবাড়িয়ার বুড়িরচর গ্রামের আঃ ছাত্তারের পুত্র ফারুক হোসেন (৩০) ও নওগা জেলার সাপাহারের হোসেনডাঙ্গা গ্রামের মৃতঃ খৈয়মুদ্দিনের পুত্র শরিফুল ইসলাম (৩৫)। তারা উভয়ই চাকুরীচ্যুত সেনা সদস্য।
পুলিশ জানায়, গোপালগঞ্জের মোঃ হাবিবুর রহমান মৃধা ও মোঃ আশ্রাব আলী মল্লিক এর নিকট থেকে সেনাবাহিনীর চাকুরি দেয়ার শর্ত মোতাবেক মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফুলতলার চৌদ্দমাইল এলাকার শহিদুলের হোটেলের সামনে প্রতারক ফারুক হোসেন ও শরিফুল ইসলাম আসে। পূর্ব থেকে ওৎ পেতে থাকা ডিবি পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর কাপড়ের তৈরী ব্যাগে ভূয়া ০২টি নিয়োগপত্রের ফরম (অপূরণকৃত), ০১টি সেনা নিয়োগের প্রশ্নপত্র ও নিয়োগ সংক্রান্তে ০৬টি সীল যার মধ্যে ব্রাঞ্চ রিক্রুটিং ইউনিট খুলনা সেনানিবাস, ব্রাঞ্চ রিক্রুটিং ইউনিট যশোর সেনানিবাস, মেজর অধিনায়ক বি,আর,ইউ, খুলনা, মেজর অধিনায়ক বি,আর,ইউ, রংপুর, মেজর অধিনায়ক বি,আর,ইউ, যশোর ও মেজর, মেডিকেল অফিসার উদ্ধার করা হয়। আটককৃত চাকুরীচ্যুত সেনা সদস্য ফারুক (নং- ৪৫০৬৯৬৩) ও ল্যান্স নায়েক শরিফুল (নং- ৪০২৬২৫৪) সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে এধরণের প্রতারনার অভিযোগে কোর্ট মার্শালে উভয়ই ১ বছরের সাজা ভোগ করে। গত ১৫ ফেব্রুয়ারী/১৮ তারিখে যশোর এলাকা থেকে ভুয়া নিয়োগপত্র প্রদানপূর্বক ৯লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।