বিজ্ঞপ্তি : খুলনার তেরখাদা উপজেলায় ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে বুধবার বিকেলে নারীর ক্ষমতায়ন প্রকল্পের ‘সাংসারিক কাজে পুরুষের অংশগ্রহণ’ বাড়ানো বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলার হাড়িখালী দক্ষিণ পাড়ায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন স্থনীয় ইউপি সদস্য মোল্লা আশরাফ আলী।
বৈঠকে ২ ঘন্টার সেশনে ফ্যাসিলিটেশন করেন ল্যাক সেক্রেটারী আঞ্জুমান বেগম। সেশনে নারী-পুরুষের দৈনন্দিন কাজের তালিকা তৈরী করা হয় এবং এর মুল্য ধরা হয় যাতে নারীর কাজের মূল্যায়ন হয় এবং তাদের কাজের পাশাপাশি যাতে নারীরা বিশ্রাম নিতে পারেন তার জন্য পুরুষদের পরামর্শ দেয়া হয়। সভায় নারী-পুরুষ সম্মিলিত ভাবে শ্লোগান দেন ‘সংসার সুখের হয় রমনির গুনে, গুনবান পতি যদি থাকে তার সনে’।
অনুষ্ঠানে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ উইমেন’স এমপাওয়ারমেন্ট এক্টিভিটি প্রকল্পের পক্ষে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি মনিটরিং এন্ড এভালুয়েশন অফিসার মো. নাজমুল হুদা, ঢাকা আহছানিয়া মিশনের নারীর ক্ষমতায়ন প্রকল্পের এমআইএস অফিসার মোঃ আলী আকবর রুপু।
সভায় বক্তারা বলেন, নারীদের সাংসারিক কাজে সহযোগিতা করা এবং নারীদের বিশ্রাম নেয়ার অধিকার রয়েছে। তাদের এ সুযোগ দিতে পুরুষদের সচেতন হওয়ার আহবান জানানো হয়।