ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা র্যাব-৬ ও জেলা মৎস্য পরিদর্শণ ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বুধবার রাতে উপজেলার খর্ণিয়া বাজার এলাকা থেকে ৫’শ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ী জব্দ ও চার ব্যবসায়ীর নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
র্যাব-৬ এর কমান্ডার সিপিসি স্পেশ্যাল মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডুমুরিয়া থেকে মাছবাহী তিনটি ট্রাক যশোর অভিমুখে রওনা হচ্ছে। রাত সাড়ে সাতটার দিকে এ খবর পেয়েই সঙ্গীয় ফোর্স নিয়ে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া মাধ্যমিক স্কুলের সামনে গিয়ে ট্রাকগুলি আটক করি। প্রায় আড়াই হাজার কেজি মাছ তল্লাশি করে সেখান থেকে ৫’শ কেজি পরিমানের অপদ্রব্য পুশকৃত চিংড়ী জব্দ করা হয় এবং এ কাজে জড়িত চিংড়ী ব্যবসায়ী সাইদুল ইসলামকে (৩০) ৫০ হাজার টাকা, নব কুমার মন্ডলকে (৩৫) ১০ হাজার টাকা, সালাম সরদারকে (৪৫) ৫ হাজার টাকা ও বাবলু খানের (২৫) নিকট থেকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আলমগীর হোসেন ও প্রনব কুমার দাস।