যশোরঃ যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় আল আমিন নামে এক ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। জানাগেছে, উপজেলার সাতবাড়িয়া গ্রামের এরশাদ মিস্ত্রির পূত্র আল আমিন লেখা-পড়ার পাশাপাশি মোটর সাইকেলে যাত্রী বহন করে জিবিকা নির্বাহ করত। বৃহস্পতিবার দুপুরে ত্রিমোহিনী বাজার থেকে আসার পথে অমেদ আলীর মিলের সামনে একটি করিমনের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে আল আমিন (২৫)-এর মৃত্যু হয়।