এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে ব্যাবসায়ী মামুনকে হত্যা করে ছিনিয়ে নেওয়া মোটর সাইকেল গতকাল উদ্ধার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার হিজালডাঙ্গা গ্রামের সোহরাব মোড়লের পূত্র ব্যাবসায়ী আব্দুল্লাহ আল মামুন (৩৫)কে ২৭ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে পৌরসভার সফরাবাদ গ্রামের মৃত সিফাত উল্লাহ মোড়লের পূত্র সিদ্দিকুর রহমানের কচুখেতে পুতে রাখে। ছিনতাইকারীরা মামুনের নিকট থেকে তার ব্যবহৃত একটি ১৫০ সিসি অন টেস্ট পালসার মোটর সাইকেল ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় মামুনের পিতা সোহরাব মোড়ল বাদী হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার নং- ২০, তারিখ ২৮-০২-২০১৮। ২ মার্চ সকালে হত্যামামলার সন্দেহভাজন আসামী উপজেলার মঙ্গলকোট গ্রামের আফাজ আলীর ছেলে জামাল হোসেন (৪০) কে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে।
এদিকে থানার এস আই আব্দুর রহমান গতকাল সকালে উপজেলার ত্রিমোহিনী ঘাট এলাকার মতিয়ার মাষ্টারের মৎস্য ঘেরের মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় ব্যাবসায়ী মামুনের মোটর সাইকেলটি উদ্ধার করেছে।