এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে গত ৭দিনে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
জানাগেছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁজিয়া সরদার রাইস মিলের সামনে বালুবোধাই বেপরোয়া গতির যশোর-ট ১১-২৬০৭ নং ট্রাকে চাঁপায় নেপাকাঠি গ্রামের মৃত আজব আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫) নিহত হয়। এলাকাবাসি ঘাতক ট্রাক আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি আসার পথে ত্রিমোহিনী বাজারে করিমনের সাথে মুখোমুখি সংঘষে উপজেলার সাতবাড়িয়া গ্রামের এরশাদ মিস্ত্রির ছেলে কলেজ পড়–য়া মেধাবী ছাত্র আল আমিন (১৮) নিহত হয়।
অপরদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর থেকে সাতক্ষীরা অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহি পাবনা ব-১১৯৯ নং বাসটি কেশবপুর উপজেলার আলতাপোল তেইশ মাইল নামক স্থানে একটি মোটর সাইকেলকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে ২৫ জন আহত হয়। মারাতœক আহতাবস্থায় উপজেলার আলতাপোল গ্রামের শামসুর রহমান (৩০), শাপলা (২০), কেশবপুরের শামীম (৩৮). জাহানারা (৫৯), আঃ সাত্তার (৫০), সাবদিয়া গ্রামের জরিনা (৩৫), আল আমিন (৩০), মজিদপুর গ্রামের আব্দুর রহমান (৩০), বসুন্তিয়া দীপা পাল (২০), মণিরামপুর ইপজেলার খানপুর গ্রামের বৈদ্যনাথ (৪৮), যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের তরিকুল (৩১), লামিয়া (১১), ধোপাখোলা গ্রামের সালেহা (৪০), কলারোয়ার মনিরুল (৩৮) ও ঢাকার সাইফুদ্দিন (৫২) কে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়।