যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে । সে মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোহাম্মদ খোকনের ছেলে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের বড় ভাই মোহাম্মদ রাসেল জানান, আব্দুর রহিম সোমমার সকালে যশোর থেকে বাসে যোগে খুলনা যাচ্ছিল। পথিমধ্যে বসুন্দিয়া বাজার এলাকায় আসলে সে বাসের মধ্যে থেকে জানালা দিয়ে ছাদে ওঠার চেষ্টা করে। তখন সে মাটিতে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।