এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন, পাট অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রালালয়ের আয়োজনে জাতীয় পাট দিবস-২০১৮ উপলক্ষে মঙ্গলবার সকালে পাটর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানার পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আকবার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।