তাপস কুমার বিশ্বাসঃ পাট পণ্য উৎপাদনকারী সেরা বেসরকারি পাটকল হিসাবে স্বীকৃতি পেল খুলনার ফুলতলার আইয়ান জুট মিলস্ লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কাছ থেকে প্রতিষ্ঠানের পক্ষে মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফেরদাউস ভুঁইয়া কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ সম্মাননা ট্রফি ও সনদপত্র গ্রহণ করেন। “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রনালয় আয়োজিত জাতীয় পাট দিবস-২০১৮ উপলক্ষে পাটের সুতায় তৈরী পাটের শাড়ি এবং পাটের স্যান্ডেল পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট পণ্য মেলার উদ্বোধন করেন। এদিকে পাট সুতার কাপড়ের তৈরী নীল রং এর ব্লেজার পরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয় সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাট দিবস উপলক্ষে পাটের উৎপাদন, বাজারজাত করণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ১১ ক্যাটাগরিতে ১২জনের হাতে সম্মাননা ট্রফি ও সনদপত্র তুলে দেন। এদিকে বেসকারী পর্যায়ে সেরা পাটকলের স্বীকৃতি পাওয়ায় প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্যলতা ফিরে আসে এবং তারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফেরদাউস ভুঁইয়া, পরিচালক জহির উদ্দিন রাজীব, তাজ উদ্দিন সজীবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গতঃ গত ২০১০ সালে খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গা টু ভাটপাড়া সড়কে ২২একর জমির উপর আইয়ান জুট মিলটি প্রতিষ্ঠিত হয়।