এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে কীটনাশক স্প্রে ব্যাতীত ধানের বিভিন্ন পোকা দমনে জন্য পাচিং উৎসব বৃহস্পতিবার সকালে পালিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার দীপজয় বিশ্বাসের সঞ্চালনায় আলতাপোল মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মিজানূর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন বিলে ধান খেতে কীটনাশক স্প্রে ব্যাতীত ধানের বিভিন্ন পোকা দমনে জন্য ডাল ও বাশের কুঞ্চি বসানো হয়।