এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরের হাবিবগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির পরিচিতি সভা বুধবার সন্ধ্যায় আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। হাবিবগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ শাজাহান আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, থানার এস আই আঃ রাকিব ও পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবিবগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত উপদেষ্টা হরেকৃষ্ণ দত্ত, সহ-সভাপতি আঃ হাকিম, মিজানুর রহমান মিজান, শংকর, বিধান প্রমুখ।