এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের সঞ্চালনায় স্থানীয় পাবলিক ময়দানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও পৌর কাউন্সিলর মনিরা খানম । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা। আলোচনা সভা শেষে চলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ঢাকা আহছানিয়া মিশন সমস্টি প্রকল্পের উদ্যোগে সফল নারীদের ক্রেস্ট প্রদান করা হয়।