এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও কেশবপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শিক্ষকদের পেনশন প্রদান ক্যাম্প বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলা শিক্ষা উপকরণ মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আওয়ালগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক এম এম ওয়াজেদ আলীর নিকট পেনশনের যাবতীয় কাগজপত্র তুলে দেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহেদুল আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, হারুনার রশিদ, রবীন্দ্রনাথ, প্রবীর মিত্র প্রমুখ।