ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার দামোদর ভৈরব যুব সংঘের উদ্যোগে গতকাল সন্ধ্যায় এক মাদক বিরোধী প্রতিবাদ সভা অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্ত্তী এর সভাপতিত্বে সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, জেলা কৃষকলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আতিয়ার রহমান আকুঞ্জি, শিক্ষক নেতা মোঃ সরদার মুরাদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা ফরহাদ শেখ, আঃ রাজ্জাক মল্লিক, আলহাজ্ব হারুন অর-রশিদ, ইউপি সদস্য মাসুদ পারভেজ মুক্ত, সুব্রত বিশ্বাস, জাহিদ বিশ্বাস, ফেরদাউস সরদার বেলু, হুমাউন কবীর, আঃ জলিল শেখ, মোঃ রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, মারুফ মোল্যা, মোঃ মনিরুল ইসলাম, মোল্যা রবিউল ইসলাম, সোনিয়া বেগম, তাসমির হাসান, বাপ্পা দে, শিক্ষক গোবিন্দ চন্দ্র নাগ, প্রশান মন্ডল, মৃনাল কান্তি রায়, মোঃ মিজানুর রহমান, স্বপন সুর, সুভাষ বিশ্বাস, বিকাশ সেন, আনন্দ দে, সুমন দত্ত, অরুপ রতন নাগ, প্রদ্যুৎ রায়, দিবাকর নাগ, জার্জিত খান, রাম চন্দ্র কুন্ডু, প্রলয় দাস, আরমান শেখ, মনির সরদার, মার্শাল সরদার, মিঠুন দত্ত, মহসিন মির্জা, কায়েশ উজ্জামান পিকলু প্রমুখ। সভায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আকবর সরদারগং সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে একদিকে ফের মাদক ব্যবসা জমিয়ে তুলেছে। অপরদিকে তার মাদক ব্যবসায়ের প্রতিবাদ করায় ভৈরব যুব সংঘের সাধারণ সম্পাদক এবং ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন অঞ্জনের বিরুদ্ধে সড়যন্ত্র ও তাকে ফাসিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করা হয়। নেতৃবৃন্দ অবিলম্বে এলাকার সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।