যশোর: ঝিকরগাছার মির্জাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে রনি হোসেনকে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উলাশী পূর্বপাড়া কালিমন্দিরের পাশে পিন্টুর চা ও মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক রনির নামে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।