কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮ উপলক্ষে র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, শিক্ষক নওশাদ আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী জয়ন্ত ঠাকুর, অফিস সহকারী আঃ লতিফ, অফিস সহায়ক ফারুকুজ্জামান প্রমুখ।