ফুলতলায় প্রতিপক্ষের হামলায় ১০ ব্যক্তি আহতঃ আটক ২

প্রকাশঃ ২০১৮-০৩-১০ - ১৮:৩৯

তাপস কুমার বিশ্বাসঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্ততঃ ১০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে অনিমেষ মন্ডল (৩২), সুব্রত গাইন (৩০), আনন্দ বিশ্বাস (৪০), চিন্ময় গাইন (৩৩), সনজিৎ মন্ডল (৩৫), মৃত্যুঞ্জয় সরকার (৩২), সোমনাথ বিশ্বাস (২৫), মন্টু মন্ডল (৩৫) ও সুশান্ত মন্ডল (৩৫) কে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে জানা যায়, শুক্রবার রাত ৮টায় খুলনার ফুলতলার পিপরাইল ক্ষত্রিয়পাড়া সার্বজনীন পূজা মন্দিরে নামযজ্ঞ চলাকালে এক জনৈক তরুনীকে সোহান নামে এক যুবক কুটুক্তি করলে অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা প্রতিবাদ জানায়। এ সময় সোহানসহ তার সহযোগিরা সুশান্ত মন্ডলকে এলোপাতাড়ি মারপিট করে। পরে কমিটির অন্যান্য সদস্যরা এসে সোহানকে আটক করে। পরে তার সহযোগিরা সংঘবদ্ধ হয়ে সুশান্ত মন্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় অন্ততঃ ১০জন আহত হয়। আহতদের ফুলতলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিত্যানন্দ গাইন বাদি হয়ে পিপরাইল গ্রামের সোহান বিশ্বাস, মালেক বিশ্বাস, কালাম বিশ্বাস, কামরান বিশ্বাস, আরিফুল মোড়ল, সাগর বিশ্বাসসহ ১৫জনে নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮/১০জনকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-৬) দায়ের করেন। ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কালাম বিশ্বাস ও মালেক বিশ্বাসকে আটক করে শনিবার জেল হাজতে প্রেরণ করে।