বটিয়াঘাটায় বোরো ধানের বাম্পার ফলনের আশা

প্রকাশঃ ২০১৮-০৩-১১ - ১৩:১১

বটিয়াঘাটা প্রতিনিধি : উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল, কোদলা ও শম্ভুনগর এলাকা লবণ পানির ঘের এলাকা কিন্ত অত্র এলাকা গেট বন্ধ থাকায় শ শ কৃষক বোরো ধান লাগানোর উদ্যোগ গ্রহন করে। পাশাপাশি এলাকায় ধান ক্ষেত পরিদর্শন করে দেখা যায় কৃষকের মুখে হাসি আর বুক ভরা আশা নিয়ে লবন পানি এলাকায় তারা ধান চাষ করে চলেছে এবং ক্ষেতের অবস্হা অন্য এলাকার তুলনায় বেশ ভালো ফসলের আশা করছে কৃষকেরা।অত্র এলাকার কৃষক জামির গাজী, আফতাব বিস্বাস, সহিদুল বিশ্বাস,নুরুজ্জামান,হাচান আলি বলেন, উপ সহকারী কৃষি অফিসার সরদার আঃ মান্নান সাহেবের পরামর্শে ধান চাষের উদ্যোগ গ্রহন করি এবং বর্তমান পর্যন্ত তিনি প্রতিনিয়ত আমাদের ক্ষেতে কখন কি প্রয়োজন সেই পরামর্শ দিয়ে চলেছেন। আশা করি ভালো ফসল পাবো এবং আগামিতে হয়তো এই বিলের সকল জমিতে মানূষ বোরো আবাদ করবে। তবে অধিকাংশ কৃষকের অভিযোগ কিছু অসাধু ঘের মালিক আছে তারা রাতের আধারে সুন্দরমহল পুর্ব ও পশ্চিম পাড়ার গেটের ঢাকনিতে ইট বাধিয়ে অল্প অল্প লবণ পানি উত্তোলন করছে। আমরা দিনের বেলায় খোজ নিতে গেলে এবিষয় কেউ মুখ খুলতে চায়না। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি সাহেবের কাছে আমাদের দাবী কৃষকদের কথা চিন্তা করে এবিষয় ব্যবস্হা নিবেন। তবে যদি লবণ পানি তুলে কৃষকের ক্ষতি হয় সেক্ষেত্রে আগামিতে মানুষ বোরো ধান লাগানো থেকে বিরত থাকবে। তবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবায়েত আরা বলেন, আমার কৃষকের ক্ষতি হবে এমন কোন কাজের সাথে কোন ব্যাক্তি জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্হা গ্রহন করবো। তাছাড়া আমি ঐ এলাকায় সব সময উপ সহকারী অফিসারের মাধ্যমে খোজ খবর নিচ্ছি বা কৃষকের পরামর্শ দিয়ে চলেছি। অন্যদিকে গত ৮ মার্চ সারা দেশে পাচিং উৎসব পালিত হয় তারই ধারা বাহিকতায় উপজেলা ভান্ডারকোট এলাকায় উপ সহকারী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, গঙ্গারামপুরে উপ সহকারী আঃ গফফারের নেতৃত্বে ও সুরখালী ইউনিয়নে উপ সহকারী পিন্টু মল্লিক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত উপ সহকারী কৃষি অফিসার সরদার আঃ মান্নানের নেতৃত্বে সুরখালী ও পার্শেমারি গ্রামে প্রায় শত খানেক কৃষকের উপস্হিতিতে এ উৎসব পালিত হয়। অন্যদিকে গত বুধবার বারোআড়িয়া কলেজ চত্তরে কৃষক মাঠ দিবস পালিত হয়। এসময় উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শামিম আরা নিপা, উপ সহকারী কৃষি অফিসার সরদার আঃ মান্নান, আঃ গফ্ফার গাজী, মোস্তাফিজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।