কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে ঢাকা আহছানিয়া মিশনের এসডিসি সমষ্টি প্রকল্পের আয়োজনে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় সামাজিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এক সমন্বয় সভা মঙ্গলবার সকালে প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফার সভাপতিত্বে ও এসডিসি সমষ্টি প্রকল্পের প্রকল্প অফিসার শাহানা পারভীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শুভাংকর বিশ্বাস।