দাকোপ প্রতিনিধি : ক্ষুধা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভুমিকার কথা উল্লেখ করে খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সারা বাংলার অবিসংবাদিত নেতা। তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনঃ গঠনের জন্য নিরালস পরিশ্রম করে বাংলার দুঃখি মানুষের মুখে হাসি ফুটাতে অক্লান্ত পরিশ্রম করেছেন। ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। তাই আজ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা ও দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বৃহস্পতিবার বিকাল ৪ টায় দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মোজামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগনেতা বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাজুয়া ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আ’লীগ সদস্য ও জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রজত কান্তি শীল, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন ভূঁইয়া, প্রধান শিক্ষক জি এম সেলিম রেজা, বটিয়াঘাটা উপজেলা শ্রমিকলীগের সাবেক আহবায়ক ফারুক হাওলাদার, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু মন্ডল, সহকারী শিক্ষক শিশির কুমার গাইন, আ’লীগনেতা অরুন প্রকৃতি রায়, বিবেকান্দ সরদার, মোফাজ্জেল মোল্যা, ইউপি সদস্য জি এম ইকবাল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকবৃন্দ।