তিনশ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি

প্রকাশঃ ২০১৮-০৩-১৭ - ১৬:২০

খুলনা :  শুক্রবার খুলনা বিভাগীয় জাতীয় পার্টির (জাপা) বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় খুলনা প্রেসক্লাস মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। সভাপতিত্ব করেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

সভা পরিচালনা করেন জাপার বিভাগীয় সদস্য সচিব শফিকুল ইসলাম মধু। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ দিদার বখত, হাসান সিরাজ সুজা, শরীফ চৌধুরি, মাতলুব হোসেন লিয়ন, রাহুল দেব মন্ডল, মঞ্জুর হোসেন বিশ্বাস, সৈয়দ খায়রুল ইসলাম, এম হাদিউজ্জামান, ইসমাইল খান টিপু, ডাঃ সৈয়দ আবুল কাশেম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জাপা এবার তিনশত আসনে নির্বাচন করার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। এ জন্য তারা আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। ওই দিন ঢাকা হবে জাতীয় পার্টির নগরী। বক্তারা বলেন, দেশে এখন গুম-খুন লাগামহীন ভাবে বেড়েছে। জাপার সরকারের আমলে এটা ছিল না। দেশে ছিল শান্তি। গোপালগঞ্জ, নোয়াখালি আর সিলেটের যেমন উন্নয়ন হয়েছে, তেমন উন্নয়ন হয়নি খুলনা-যশোরের। জাপার সরকার ক্ষমতায় এলে তারা উন্নয়নে সুসম বন্টননীতি চালু করবে। খুলনা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ অধিকাংশ উন্নযনে জাপা সরকারের ছোয়া লেগেছে। কিন্তু বিগত দু’টি সরকারের আমলে এসব অঞ্চলে তেমন কোন উন্নয়নের ছোয়া র লাগেনি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাপা সরকারকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান বক্তারা। তাহলেই দেশে আসবে শান্তি। দুর হবে হানাহানি।

সভায় বক্তৃতা করেন ডাঃ সুজা উদ্দীন, আলহাজ্ব বদরুল আলম, আশরাফুল ইসলাম সেলিম, এস এম নজরুল ইসলাম, মোর‌্যা জাহাঙ্গীর হোসেন, এড. প্রশান্ত কুমার বিশ্বাস, সরদার জিয়াউল হক, সৈয়দ নুরুল আলম, সরদার আব্দুল মজিদ, আনোয়ার হোসেন তপন, সুলতান মাহমুদ, বেগ মোকারম হোসেন, ফরিদা বেগম, সাঈদ মোড়ল, খান আনিসুর রহমান, এড. মাসুদুর রহমান, এরশাদুজ্জামান ডলার, জাহাঙ্গীর হোসেন, গাউসুল আজম, বদিউল ইসলাম দিপু, শরীফ শাহাজাহান, এড, হাফিজুর রহমানর শান্ত প্রমূখ।