খুলনা : খুলনা নগরীর চানমারী বাজার ১ম গলি এলাকায় মো. আব্দুল্লাহ আল কুরাইশী’র রাস্তার জন্য রাখা ৩ ফুট জমি দখল করে গেট ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার মৃত গফ্ফার এর ছেলে মো. আশরাফুল জামান (৪৫) উক্ত জমি দখল করে গেট ও ঘর নির্মাণ করে নিজের নেম প্লেট লাগিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জমির মালিককে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ৪৩৮, তারিখ: ০৯/০৩/১৮ইং।
জিডিতে উল্লেখ করা হয়, খুলনা সদর থানাধীন চানমারী বাজার ১ম গলির মো. আব্দুল্লাহ আল কুরাইশী’র ৫ শতক জমির উপরে টিনসেড বিশিষ্ট একটি বাড়ী রয়েছে। উক্ত বাড়ীর উত্তর পাশে রাস্তার জন্য তিনি ৩ ফুট জমি ছেড়ে দিয়েছেন। কিন্তু বিবাদী আশরাফুল জামান ওই জায়গা দখল করে গেট ও ঘর নির্মাণ করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে জানালেও সেই কারো কথা না মেনে জোরপূর্বক ঘর ও গেট নির্মাণ করেছেন। গত ৯ মার্চ জমির প্রকৃত মালিককে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তার ও তার বড় ভাইয়ের ক্ষতি হবে বলে হুমকি প্রদান করেন। এ বিষয়ে আব্দুল্লাহ আল কুরাইশী নিজের এবং পরিবারের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে সদর থানায় জিডি করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।