চুকনগরে বাসের ধাক্কায় ২বছরের শিশুসহ আহত ৪

প্রকাশঃ ২০১৮-০৩-১৭ - ১৭:১৮

চুকনগর (খুলনা) প্রতিনিধি : চুকনগরে বাসের ধাক্কায় ২বছরের শিশু সহ ৪জন আহত হয়েছে। এদের মধ্যে শিশুটির অবস্থা আশংকাজনক। ঘটনাটি ঘটেছে চুকনগর সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ডিগ্রী কলেজের সামনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে চুকনগর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যান এবং একই দিক থেকে ছেড়ে আসা একটি বাস (সাতক্ষীরা জ-১১-০০৯০) চুকনগর সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ডিগ্রী কলেজের সামনে ভ্যানটি স্বজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় যাত্রীবাহী ভ্যান ছিটকে পড়লে যাত্রীরাও ভ্যান থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে। এঘটনায় ২বছরের শিশু সহ ৪জন আহত গুরুত্বর আহত হয়। এদের মধ্যে শিশুটির অবস্থা আশংকাজনক। তার বাম হাতের শিরা কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। আহতরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের আব্দুর রহমান হাওলাদারের পুত্র সানাউল্লাহ হাওলাদার (২),আলতাফ হোসেনের পুত্র মিজানুর রহমান হাওলাদার(২৫),ছমির উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং ভ্যান চালক ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের দেন আলী সরদারের পুত্র মুনছুর আলী সরদার(৪৫)। বর্তমানে এরা চুকনগর হালিমা ডায়াগনষ্টিক ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এঘটনায় বাসটিকে চুকনগর হাইওয়ে পুলিশ আটক করেছে।