কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে এক দিনমজুরকে বসতভিটা থেকে উচ্ছেদের চক্রান্তের অভিযোগ পাওয়াগেছে।
কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, পৌরসভার আলতাপোল গ্রামের দিনমজুর সিরাজুল ইসলাম তার পৈত্রিক মাত্র সোয়া ৯ শতক জমির উপর পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি প্রতিবেশী হাবিবুর রহমান গং ঐ সম্পত্তি থেকে একটা অংশ জবরদখল করে নিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতের গত ১০ মার্চ থানার এস আই আজিম ও স্থানীয় পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর নেতৃত্বে এলাকাবাসির উপস্থিতে পৌরসভার সার্ভেযারের মাধ্যমে মাপ-জোপ করে জমির সীমানা নির্ধারণ করা হয়। দিনমজুর সিরাজুল ইসলাম সে মোতাবেক তার সীমানায় বেড়া দিয়ে ঘিরে রাখে। এদিকে হাবিবুর রহমান গং দিনমজুর সিরাজুল ইসলামকে তার বসত ভিটা থেকে উচ্ছেদের জন্য অব্যহতভাবে হুমকী প্রদান করেছে। বসতভিটা রক্ষায় দিনমজুর সিরাজুল ইসলাম গত ২ুদন যাবৎ থানা প্রশাসন ও সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে।