এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পল্লীতে পারিবারিক কলহের জের ধরে শানজিদা খাতুন অনতু (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার শাহাপুর গ্রামের আফছার মোল্যার ছেলে পলাশ রহমান ৫/৬ মাস পূর্বে পিতা-মাতার অমতে পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের জাকির সরদারের মেয়ে শানজিদা খাতুন অনতুকে বিবাহ করে। বিবাহের পর থেকে শানজিদা খাতুন অনতুর উপর তার শ্বশুর-শাশুড়ি মানসিক ভাবে নির্যাতন চালাত। তারই জের ধরে গ্রহবধূ শানজিদা খাতুন অনতু শনিবার সকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে থানার এস আই দিপক ও এস আই রাকিব লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।