এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চায়না রানী মজুমদার নামে এক গৃহবধূর আহত হয়েছে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলা ভরতভায়না গ্রামের মৃত নেপাল মজুমদারের পূত্র সুনীল মজুমদারে সাথে তার আপন বড় ভাই প্রতুল মজুমদারের সাথে দীর্ঘদিন যাবৎ পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বিকালে সুনীল মজুমদারে লাগানো সজিনা গাছ থেকে প্রতুল মজুমদার গংরা সজিনা পাড়ার সময় সুনীল মজুমদারের স্ত্রী চায়না রানী মজুমদার বাঁধা দেয়। এসময় প্রতুল মজুমদার, তার পূত্র রাজু মজুমদার, সামছুর মোড়লের পূত্র ইদ্রিস মোড়ল, আকাম মোড়লের পূত্র আন্টু মোড়লের নেতৃত্বে দূবৃত্তরা বাঁশের লঠি দিয়ে গৃহবধূ চায়না রানী মজুমদার (৩৫) এর উপর হামলা চালায়। আহতবস্থায় প্রতিবেশীরা গৃহবধূ চায়না রানী মজুমদারকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।