এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে এ্যাডভোকেসি সভা রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও ডাঃ ফিরোজ কবীরের সঞ্চালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মেডিকেল অফিসার ডাঃ পলাশ দে ও ডাঃ আব্দুল বারী। উল্লেখ্য আগামী ২০ মার্চ থেকে ২৫ মার্চ পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ সেবা সপ্তাহ পালিত হবে।