ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার নিরালশ ভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর শিক্ষা বান্ধব কর্মসূচি বাংলাদেশকে মধ্যম আয়ের ও উন্নত বাংলাদেশের পথে নিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশের স্বীকৃতি ও প্রধানমন্ত্রীর নিরলশ প্রচেষ্টারই ফসল। তিনি উন্নয়নের ধারা বাহিকতায় দেশকে উন্নয়নের ছোয়ায় কথায় বলেন; বিশেষকরে ডুমুরিয়া উন্নয়নের মহাসড়কে রয়েছে। রোববার বিকালে শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী দিনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আবু সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, প্রধান শিক্ষক নাজমুল আহসান, চেয়ারম্যান মোল্য রেজওয়ান হোসেন ও রামপ্রসাদ জোয়াদ্দার, জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, শিক্ষক কালিদাস বিশ্বাস, খান খোরশেদ আলম, প্রধান শিক্ষক আরজান আলী, শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ, আ’লীগনেতা শৈলেন্দ্রনাথ বালা, খান দীন মোহাম্মদ, খান খোরশেদ আলম, মহাসীন আলম মিলন, কাজী তাজ উদ্দিন, শেখ আমজাদ হোসেন, প্রতাপ ফকির, রঘুনাথপুর তদন্ত অফিসার, মোশাররফ হোসেন, সোহেল রানা, অসিম কুমার সাহা, মনিরুজ্জামান মনি, শ্যামলী সরকার প্রমূখ। এ সময় বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেত্রীবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান।