খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন নারী চোরকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। আটকরা হলেন দৌলতপুর থানাধীন সাহাপারা এলাকার মো: মোস্তাফিজুর’র স্ত্রী মোসা: মুক্তা খাতুন (৩৮), আড়ংঘাটা থানাধীন মহেশ্বরপাশা আসাদের মোড় এলাকার ইউনুস কাজীর স্ত্রী মোসা: রহিমা বেগম (৪০) ও রূপসার আইচগাতি এলাকার মৃত রবিউল শেখের স্ত্রী মোসা: শাহিনুর বেগম।
র্যাব-৬’র স্পেশাল সিপিসি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগত মহিলা রোগীদের আউটডোর ও ডাক্তার দেখানোর সময় লাইনে দাঁড়ানো অপেক্ষমান রোগী ও তার আত্মীয় স্বজন সাইড ব্যাগ-ভ্যানিটি ব্যাগ থেকে টাকা পয়সা, মোবাইল, গহনা চুরি ও ছিনতাই প্রতিনিয়ত চলছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালিয়ে ওই তিন নারী চোরকে আটক করা হয়। এসময় তাদের যাচাই-বাছাই করে এবং তল্লাশী করে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। যে টাকা ওই দিন লবণচরা সুইচ গেট এলাকার আলী হোসেনের স্ত্রী মোসা: কহিনুর বেগম’র কাছ থেকে তারা চুরি করে নেয়। পরে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোনাডাঙ্গা মডেল থানা হস্তান্তর করা হয়।