কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় ওয়াইল্ড টিমের উদ্যোগে বনজীবিদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সুন্দরবনের ৪ টি রেঞ্জে ২৫০ জন বনজীবিদের মাঝে এ প্রশিক্ষন দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। সচেতন বনজীবি নিরাপদ সুন্দরবন মুল প্রতিপদ্যকে সামনে রেখে বন বিভাগ,সিএমসি ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষনে কয়রার ৪০ জন বাওয়ালী অংশ গ্রহন করেন। প্রশিক্ষনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ওয়াইল্ড ঠিমের প্রোগাম অফিসার রুবাইয়াত হাসান,সিনিয়র ফিল্ড এ্যাসিস্টেন অমিত মন্ডল,ফিল্ড এ্যাসিস্টেন সঞ্জিত মন্ডল ও ফেরদাউস হাওলাদার। প্রশিক্ষনে মধু আহরন ও বনজসম্পদের সঠিক ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।